কারাগারে ঈদের নামাজ পড়লেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১০ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান আদিয়ালা কারাগারের কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

কারা সূত্র জানিয়েছে, ইমরান খানের সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআই নেতা শাহ মাহমুদ কোরাইশিও ছিলেন।

আরও পড়ুন>

নামাজের পর পিটিআই প্রধান কোরাইশিকে জড়িয়ে ধরেন ও দুজনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের নামাজের জামাতে ইমরানের সঙ্গে কারা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আগে থেকেই কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হওয়ার পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। অন্যদিকে তার স্ত্রী বানি গালার বাসায় গৃহবন্দি রয়েছেন।

মঙ্গলবার পাকিস্তানে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। তাই দেশটিতে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।