মালাউইতে প্লেন বিধ্বস্ত, ভাইস-প্রেসিডেন্টসহ বেঁচে নেই কেউ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১১ জুন ২০২৪
মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা/ ফাইল ছবি

মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। প্লেনটিতে থাকা সবাই মারা গেছেন বলেও নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১১জুন) দেশটির উত্তরাঞ্চলের পাহড়ি এলাকায় বিধ্বস্ত প্লেনের খোঁজ মেলে। এর আগের দিন খারাপ আবহাওয়ায় এটি নিখোঁজ হয়েছিল।

প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা এক টেলিভিশন ভাষণে বলেছেন, ৫১ বছর বয়সী চিলিমাসহ প্লেনে থাকা ১০ জনের কেউই বেঁচে নেই।

আরও পড়ুন>

জানা গেছে, সোমবার সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যায় মালাউই এর প্রতিরক্ষা বাহিনীর প্লেনটি। এর কিছুক্ষণ পরেই সেটি রাডারের বাইরে চলে যায়।

প্লেনটির স্থানীয় সময় সকাল ১০টার দিকে মালাউইয়ের উত্তরে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল।

ভাইস-প্রেসিডেন্ট সাওলোস চিলিমা তিন দিন আগে মারা যাওয়া সাবেক ক্যাবিনেট মন্ত্রী রালফ কাসাম্বারার অন্তেষ্টিক্রিয়ায় সরকারি প্রতিনিধি হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।