গিনেস রেকর্ড
বেশি বয়সী ব্যক্তির তালিকায় নাম লেখাতে যাচ্ছেন জাপানের এই নারী

গিনেস বিশ্ব রেকর্ডে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তির তালিকায় নাম লেখাতে যাচ্ছেন জাপানের ১১৬ বছর বয়সী এক নারী। বুধবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি জানায়, জাপানের সাবেক পর্বতারোহী তোমিকো ইতোকা এই টাইটেল অর্জন করতে যাচ্ছেন। ১৯০৮ সালের ২৩ মে তিনি জন্মগ্রহণ করেন।
১১৭ বছর বয়সে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার মঙ্গলবার (২০ আগস্ট) মৃত্যু হওয়ায় এক্ষেত্রে তালিকায় নাম লেখাতে যাচ্ছেন ইতোকা।
The Gerontology Research Group (GRG) is pleased to announce that Mrs. Tomiko Itooka of Ashiya, Hyogo Prefecture, Japan, born 23.05.1908, aged 116, became the candidate for the GUINNESS WORLD RECORDS @GWR World’s Oldest Person title.https://t.co/W4xiEvpXc9 pic.twitter.com/z4fdZaJHin
— Gerontology Research Group (GRG) (@GerontologyGrg) August 20, 2024
এই তিন সন্তানের মা ৭০ এর দশকেও পর্বতারোহন করেছেন। দুইবার তিনি জাপানের তিন হাজার ৬৭ মিটারের মাউন্ট ওনটেকে আরোহন করেছেন। এক্ষেত্রে তিনি হাইকিং বুটের পরিবর্তে গাইডকে অবাক করেছেন।
তাছাড়া ১০০ বছর বয়সে তিনি কেইনের ব্যবহার ছাড়াই জাপানের আশিয়া মন্দিরের দীর্ঘ পাথরের ধাপে উঠেছিলেন।
২০২৩ সালে মারিয়া ব্রানিয়াসকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১১৮ বছর বয়সে ফ্রান্সের নান লুসলি র্যানডমের মৃত্যুর পর তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।
সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন ফরাসি নারী জিন লুইস ক্যালমেন্ট, যিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিনে মারা যান।
সূত্র: আল-জাজিরা
এমএসএম