পুলিশের সামনেই হেনস্তা

ভারতে মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ৩০ এপ্রিল ২০২৫
পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করা হয় কিশোরকে। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে এক মুসলিম কিশোরকে প্রকাশ্যে রাস্তায় পাকিস্তানের পতাকার ওপর মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে। পুলিশের সামনেই ঘটনাটি ঘটিয়েছে কট্টর ডানপন্থি গোষ্ঠীর সদস্যরা।

দাবি করা হয়, ওই কিশোরের এক বন্ধু ‘পাকিস্তানবিরোধী’ একটি পোস্টার ছিঁড়ে ফেলেন এবং পালিয়ে যান। এরপর পুলিশের উপস্থিতিতেই নবম শ্রেণির ওই মুসলিম ছাত্রকে কলার ধরে অপমান করা হয়, জোর করে ‘ভারত মাতার জয়’ স্লোগান দিতে বাধ্য করা হয় এবং অবশেষে তাকে পাকিস্তানের পতাকায় প্রস্রাব করতে বাধ্য করা হয়।

আরও পড়ুন>> 

এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে কিশোরটিকে রাস্তার মাঝে দাঁড়িয়ে পাকিস্তানি পতাকার ওপর মূত্রত্যাগ করতে দেখা যায়। ভিডিওতে কিশোর বলেন, পোস্টারটি তিনি ছেড়েননি, অন্য এক ছেলে তা করেছে এবং তাকে ছেড়ে দেওয়া উচিত।

এক ডানপন্থি সদস্য স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম ও পোস্টার লাগাচ্ছিলাম, তখন এরা ছিঁড়ে দিলো। এরা হলো পাকিস্তানের ***, যারা ভারতে বাস করছে।

ওই ব্যক্তি আরও বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করছি, পাকিস্তানের ওপর যেমন হামলা চলছে, তেমনি দেশের ভেতর যারা ‘জিহাদি’ বা ‘**-এর বাচ্চা’ আছে, তাদেরও এখানেই ফয়সালা হওয়া উচিত।

এদিকে আলিগড় থেকে আরও একটি সাম্প্রদায়িক বিদ্বেষমূলক ঘটনার খবর মিলেছে। সেখানে এক মুসলিম ফলের রস বিক্রেতার দোকানে হামলা চালিয়েছে একদল লোক। হামলাকারীদের হাতে গেরুয়া পতাকা ছিল। অভিযোগ, এক মেয়ে দাবি করেন, ওই রস বিক্রেতা নাকি রসে লালা ও মূত্র মেশান। এরপরই উত্তেজিত জনতা দোকানটি ভাংচুর করে।

ভাংচুরের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ জানিয়েছে, ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং একটি মামলা করা হয়েছে।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল, এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।