চাকরি মেলায় এসে যা বললেন প্রার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০১ জুন ২০২২

প্রার্থীদের দরজায় হাজির হয়েছে চাকরি। চাকরির পেছনে দৌড়ানো নয়, চাকরি খুঁজে নিচ্ছে যোগ্যদের। ব্যতিক্রমী এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে হবিগঞ্জে। আয়োজন করেছে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ।

০১ জুন বৃন্দাবন সরকারি কলেজে এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজির হয়েছেন হাজারও চাকরিপ্রত্যাশী। চাকরি মেলা আয়োজন করায় তারা খুবই আনন্দিত। মেলায় অংশ নিতে পেরেও তারা খুশী। চাকরি হোক বা না হোক প্রতিযোগিতায় আসতে পেরেছেন, তাই তারা আনন্দিত।

রাঙ্গামাটি থেকে এসেছেন অংকর চাকমা। তিনি ইলেক্ট্রিক্যাল ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি সম্পন্ন করেছেন। তিনি বলেন, ‘প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলায় আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমি ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে চাকরির সাক্ষাৎকার দিতে এসেছি।’

ঢাকা থেকে এসেছেন ইব্রাহিম খলিল। তিনি ম্যানেজম্যান্ট ট্রেইনি অফিসার পদের জন্য এসেছেন। তিনি বলেন, ‘এখানে এসে আমার খুব ভালো লাগছে। ধারণায় ছিল না এত মানুষ হবে। তবুও খুব ভালো লাগছে। চাকরির মেলা নিসঃন্দেহে খুব ভালো। আমি ভেবেছিলাম হয়তো এতো মানুষ হবে না।’

নরসিংদী থেকে এসেছেন ইশরাত জাহান। তিনি বলেন, ‘প্রাণ-আরএফএলের চাকরি মেলায় আমি ট্রেইনি এক্সিকিউটিভ পদে ইন্টারভিউ দিতে এসেছি। মেলায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে।’

নরসিংদী থেকে আরও একজন এসেছেন। তার নাম নাদিয়া সুলতানা। তিনি এসেছেন জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য। তিনি বলেন, ‘আমার কোনো অভিজ্ঞতা নেই। চাকরি মেলায় এটিই আমার প্রথম ইন্টারভিউ। আমার খুব ভালো লাগছে। আমি খুব এনজয় করছি।’

এদিকে চাকরি মেলা উপলক্ষে সকাল থেকেই জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণে চাকরিপ্রার্থীরা হাজির হতে থাকেন। সকাল ১০টার মধ্যেই মেলা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

কলেজের শেখ হাসিনা ভবনের ৫ম তলায় নিবন্ধন করার পর সাক্ষাৎকার নেওয়া হয়। চাকরিপ্রার্থীদের বসার জন্য ওই ভবনের কয়েকটি কক্ষে ব্যবস্থা করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।