১৬ শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৮ জুন ২০২৫
সেনা পাবলিক স্কুল ও কলেজ। ফাইল ছবি

সেনা পাবলিক স্কুল ও কলেজে ‘শিক্ষক-কর্মচারী’ পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা

পদের বিবরণ

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: সাভার সেনানিবাস, ঢাকা

বয়স: ১৫ জুলাই ২০২৫ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: শিক্ষক ও প্রদর্শক পদের জন্য ১০০০ টাকা এবং আইটি টেকনিশিয়ান, সিকিউরিটি গার্ড ইনচার্জ ও বাবুর্চি পদের জন্য ৫০০ টাকা অনলাইনের মাধ্যমে পাঠাতে হবে। অনলাইনের মাধ্যমে টাকা জমার রশিদ অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১৯ জুলাই ২০২৫ তারিখ শনিবার সকাল ১০টায় অত্র প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: ইত্তেফাক, ২৭ জুন ২০২৫

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।