ভেলায় ভাসানযাত্রা


প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৫ অক্টোবর ২০১৬

বরগুনায় জলবায়ু ন্যায্যতা সপ্তাহ উপলক্ষে নদীর পাড়ে মানববন্ধন ও কলাগাছের ভেলায় ভেসে প্রতীকী ভাসানযাত্রা কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের কাছে বাংলাদেশের উপকূলীয় জনগণের পক্ষ থেকে জলবায়ু ন্যায্যতার দাবি উত্থাপনের উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করা হয়।

উন্নয়ন সংগঠন জাগোনারীর উদ্যোগে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় মঙ্গলবার সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ভাঙনকবলিত ফুলঢলুয়া গ্রামে বিষখালী নদীর পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।

Barguna

নদীভাঙনসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক স্থানীয় অধিবাসী এ কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধন চলাকালীন এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, বরগুনা শাখার সভাপতি সোহেল হাফিজ এবং টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. রোকন উজ্জামান প্রমুখ।

এর আগে টিআইবি ও ক্লিন’র মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী উপকূলীয় ৯টি জেলায় ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত জলবায়ু ন্যায্যতা সপ্তাহ পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ন্যায্যতা সপ্তাহ পালনের উদ্দেশ্যে গত ১৩ অক্টোবর খুলনায় একটি ‘আইডিয়াশপ’র আয়োজন করা হয়। আইডিয়াশপে উপকূলীয় ৯টি জেলা থেকে টিআইবি, সনাক, ইয়েস, স্বজন ও ক্লিন’র প্রতিনিধিরা অংশ নেন।  

সাইফুল ইসলাম মিরাজ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।