চোখ রাখুন জাগো নিউজে : দেখুন উপকূলের শিক্ষার হালচাল


প্রকাশিত: ০৫:২১ এএম, ২৩ ডিসেম্বর ২০১৬

দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। এ দ্বীপের প্রায় পৌনে এক লাখ শিশুর জন্য রয়েছে ৪০২টি প্রাথমিক বিদ্যালয়। নোয়াখালী জেলার মধ্যে সর্বাধিক শিক্ষাপ্রতিষ্ঠান অবস্থিত এ অনগ্রসর জনপদে। এখানকার স্কুলগুলোর বেহালদশা, দুর্নীতি ও নানা অনিয়ম নিয়ে জাগো নিউজে আসছে ৮ পর্বের ধারাবাহিক প্রতিবেদন, যা শনিবার থেকে প্রকাশ করা হবে। এ প্রতিবেদনগুলো তৈরি করেছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক শাহেদ শফিক।

দীর্ঘ ১০ দিন দেশের এই প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় অনিয়ম নিয়ে অনুসন্ধান চালিয়েছেন তিনি। তার প্রতিবেদনগুলো দেখতে শনিবার থেকে চোখ রাখুন জাগো নিউজে।

এমএসএস/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।