ভোটের আগের দিন প্রতীক পেলেন প্রার্থী


প্রকাশিত: ১০:০৪ এএম, ২৭ মে ২০১৬

আদালতের নির্দেশে প্রার্থীতা ফিরে পাওয়ায় ভোটের আগের দিন প্রতীক বরাদ্দ পেলেন এক বিএনপি প্রার্থী। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অাওয়ামী লীগ প্রার্থীকে।

শুক্রবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এর আগে বিএনপি প্রার্থী মতিয়ার রহমানের প্রার্থিতা বাতিল হওয়ায় নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী প্রার্থী আব্দুল মোতিন মোল্লাকে বিজয়ী ঘোষণা করেছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, দিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মতিন মোল্লা, বিএনপির মতিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান মনোনয়নপত্র সংগ্রহের পর তা জমা দেন। কিন্তু মতিয়ার রহমান ও আবদুর রহমানকে একই ব্যক্তি সমর্থন দেন। এ কারণে গত ৪ মে যাচাই বাছাই শেষে নির্বাচন আইন অনুযায়ী বিএনপি প্রার্থী মতিয়ার রহমান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ১৩ মে এই ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় আইন অনুয়ায়ী মতিন মোল্লাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিএনপি প্রার্থী মতিয়ার রহমান হাইকোর্টে তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে রিট করেন। পরে কোর্টের নির্দেশ অনুযায়ী বিএনপি প্রার্থী মতিয়ার রহমানের প্রার্থিতার বৈধতা দেওয়া হয়।

শুক্রবার চেয়ারম্যান পদে দুই প্রার্থীর জন্য তাদের দলীয় প্রতিক বরাদ্দ করা হয়েছে। শনিবার দিঘী ইউনিয়নে চেয়ারম্যান পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপি প্রার্থী মতিয়ার রহমান জানান, তার মনোনয়নপত্র অবৈধভাবে বাতিল করা হয়েছিল। তাই তিনি নির্বাচন কমিশনের এই আদেশের বিরুদ্ধে গত ২২ মে হাইকোর্টে রিট আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং রাজিক-আল-জলিলের যৌথ বেঞ্চে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে নির্বাচন কমিশনকে আদেশ দেন।
 
অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী মতিন মোল্লা জানান, আইন অনুয়ায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হলেও কোর্টের আদেশ মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। নির্বাচনে পোস্টার বা প্রচারণার কোনো সুযোগ না পেলেও এলাকায় ক্ষমতাসীন দলের উন্নয়নের কারণে ভোটাররা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।

প্রসঙ্গত, মানিকগঞ্জ সদর উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর মধ্যে জাগির ও গড়পাড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শনিবার ৮ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
খোরশেদ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।