‘পরিবার আওয়ামী লীগের, এর বাইরে যাওয়ার সুযোগ ছিল না’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ফয়সাল বিপ্লবকে (৫৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
এদিন ফয়সাল বিপ্লব আদালতে বলেন, ‘আমার পরিবারের সবাই আওয়ামী লীগের। এর বাইরে যাওয়ার সুযোগ আমার ছিল না। আমি পৌরসভার মেয়র ছিলাম, এমপি ছিলাম। মানুষের সেবা করেছি।’
রোববার (২২ জুন) রাতে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়া এলাকা থেকে ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয়ভাবে ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়। এ সমাবেশ ঠেকাতে একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ আহ্বান করে। এর জেরে ২৭ অক্টোবর রাত থেকেই রাজধানীজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
২৮ অক্টোবর দুপুরে কাকরাইল এলাকায় বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হলে একদল সশস্ত্র হামলাকারী মারাত্মক অস্ত্রসহ বাস ও পিকআপযোগে এসে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে যুবদল নেতা শামীম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন এবং আরও অনেকে আহত হন।
এমআইএন/বিএ/এমএস