ব্রিগেডিয়ার আযমী এসি রুমে আয়েশে ছিলেন, দাবি আসামিপক্ষের আইনজীবীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৫
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী/ফাইল ছবি

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী জেআইসিতে থাকার সময় এসি রুমে আরাম-আয়েশে ছিলেন বলে দাবি করেছেন এ-সংক্রান্ত মামলার আসামিপক্ষের আইনজীবী।

জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানিতে গ্রেফতার তিন আসামির আইনজীবী আজিজুর রহমান দুলু এ দাবি করেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিতে আইনজীবী আজিজুর রহমান বলেন, ব্রিগেডিয়ার আযমী জেআইসিতে থাকার সময় যে এসি রুমে ছিলেন তার আয়তন ১৭ বাই ২২ ফুট এবং এতে দরজা-জানালাও ছিল।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন পলাতক।

এফএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।