৭১ সাঁওতালের আগাম জামিন


প্রকাশিত: ০৯:২৫ এএম, ২২ জানুয়ারি ২০১৭

গাইবান্ধার সাঁওতালদের সঙ্গে চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ৭১ সাঁওতালের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তাদেরকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন দেয়া হয়েছে জানা গেছে। সাঁওতালদের পক্ষে করা জামিন আবেদন মঞ্জুর করে হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ রোববার এই আদেশ দেন।

গত বছরের ৬ নভেম্বর সংঘর্ষের আগে পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষের করা ৪টি মামলায় জামিনের আবেদনের শুনানি শেষে বাঙালিসহ ৭১ সাঁওতালকে আগাম জামিন মঞ্জুর করে রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ।

আদালতে এদিন জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু ওবায়দুর রহমান ও সামিউল আলম সরকার। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক চারটি মামলা করা হয় গোবিন্দগঞ্জ থানায়। গত বছরের ৩ জুলাই গোবিন্দগঞ্জের খামার এলাকায় বাড়ি-ঘর তোলার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন চিনিকলের এমডি। একই বছরের ৭ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই আব্দুল গফুর ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেন। খামারে থাকা দখলদারদের উচ্ছেদ করতে গেলে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে এসআই আকতারুজ্জামান ১২ জুলাই ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন।

২৪ সেপ্টেম্বর খামারে অবৈধ প্রবেশের অভিযোগ এনে ৫১ জনের বিরুদ্ধে মামলা করে চিনিকল কর্তৃপক্ষ।

এসব মামলায় ৭১ জন আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। আবেদনকারীদের আইনি সহায়তায় রয়েছে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট।

চার মামলার আসমিদের মধ্যে ৭১ জনের আবেদনের প্রেক্ষিতে ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দেন আদালত।

পরে আবু ওবায়দুর রহমান জানান, ৬ নভেম্বর সাঁওতালদের সঙ্গে পুলিশ ও চিনিকল শ্রমিকদের সংঘর্ষ হয়। তবে, সংঘর্ষের আগে মামলা চারটি করা হয়েছিল। পৃথক চার মামলায় সাঁওতালসহ ৭১ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দেয়া হয়।

এফএইচ/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।