র্যাব পরিচয়ে ডলার ছিনতাই : পুলিশের এএসআই রিমান্ডে
র্যাব পরিচয়ে মানি এক্সচেঞ্জের এক কর্মকর্তার কাছ থেকে ডলার ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় উত্তরা পূর্ব থানার এএসআই আলমগীর হোসেনসহ দুইজনকে তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর আদালতের হাকিম মাজহারুল হক তাদের এ রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডপ্রাপ্ত অপর আসামি হলেন- মাসুম বিল্লা।
এর আগে দুই আসামিকে আদালতে হাজির করে তাদের নাম ঠিকানা যাচাই-বাছাই এবং তারা অন্য অপরাধে জড়িত কিনা- তা জানার জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক এ কে এম কাউসার।
শুনানি শেষে তাদের প্রত্যককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৬ আগস্ট জেবিন মানি এক্সচেঞ্জের কর্মকর্তা সাইদুর রহমান মোল্লার কাছ থেকে র্যাব পরিচয়ে ১৮ হাজার ডলার ছিনতাই করেন এএসআই আলমগীর ও মাসুম।
এরপর ২০১৭ সালের ৪ এপ্রিল উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের সামনে এ ধরনের আরো একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় আসামিদের গ্রেফতার করে পুলিশ।
‘বিষয়টি শুনে গত ৫ এপ্রিল আমি ডিবি অফিসে যাই। সেখানে গিয়ে ছিনতাইকারীদের শনাক্ত করি। এমনকি তারা আমার ডলার ছিনতাইয়ের কথাও স্বীকার করে,’ এজহারে উল্লেখ করেন সাইদুর রহমান মোল্লা।
এ ঘটনায় গত ৬ এপ্রিল গ্রেফতার মাসুম বিল্লা, এএসআই আলমগীর হোসেন এবং পলাতক হাবিব ডলার ও রাশেদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় এ মামলাটি করা হয়।
এর আগে গত ৬ এপ্রিল এএসআই আলমগীরকে ডলার ছিনতাইয়ের একটি মামলায় দুইদিনের রিমান্ডে নেয়া হয়। পরে দুইদিনের রিমান্ড শেষে ৯ এপ্রিল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
জেএ/এমএমএ/পিআর