জামিন পেলেন যুগান্তরের হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৭ আগস্ট ২০১৭

পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় দৈনিক যুগান্তরের বিজনেস এডিটর হেলাল উদ্দিনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় জামিনে মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

এর আগে ২০ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক কাস্টমস বন্ড কমিশনার হাফিজুর রহমানের সঙ্গে সুস্মিতা গোলাম নামে এক নারীর আপত্তিকর ছবি যুক্ত করে তা প্রকাশের হুমকি দিয়ে দুই কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন হেলাল।

এ ঘটনায় ২০১৫ সালের ১৪ জানুয়ারি ভাটারা থানায় হেলাল ও সুস্মিতা গোলামকে আসামি করে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন হাফিজুর রহমান।
মামলার পর তা তদন্তে কোনো সত্যতা না পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি।

বাদী প্রতিবেদনের ওপর নারাজি দিলে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশকে (পিবিআই) তদন্তের জন্য নির্দেশ দেন।

গত বছরের ২৭ ডিসেম্বর পিবিআই হেলাল ও সুস্মিতার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে বলে পর্নোগ্রাফি আইন এবং তথ্যপ্রযুক্তি আইনে দুটি অভিযোগপত্র দাখিল করেন।

জেএ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।