আরএকে পেইন্টস-স্টার সিরামিকসের পরিচালকের জামিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৯

প্রায় ১৮৪ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের করা মামলায় আরএকে পেইন্টস লিমিটেডের পরিচালক বিএনপি নেতা এসএকে একরামুজ্জামান ও স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ একে আনোয়ারুজ্জামানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অপরদিকে দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, একরামুজ্জামান, আনোয়ারুজ্জামান, আমির হোসাইন ২০১০ সালে দুবাইয়ে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, থ্রি স্টার লিমিটেড নামে অফশোর কোম্পানি খোলেন এবং বাংলাদেশে ‘দুর্নীতির মাধ্যমে’ অর্জিত ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচার করেন।

এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় গত ১৩ মে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলাটি করেন।

জেএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।