ঢাকার নিম্ন আদালতে ৫ ভার্চুয়াল কোর্ট
দেশব্যাপি করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে শারীরিক উপস্থিতি ব্যাতিরেকে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে ছুটিকালীন সময়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ফৌজদারি বিধির মামলাসমূহ নিষ্পত্তি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সোমবার (১১ মে) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আইনজীবীদের ক্রমানুসারে জামিনের আবেদন করতে নির্দেশ দিয়েছেন। আদেশে বলা হয়েছে, ২৬ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটিকালীন সময়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে ১১ মে তারিখ সকাল সাড়ে ৯টা থেকে জামিন সংক্রান্ত বিষয়সমূহ নিষ্পত্তি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে সাধারণ ছুটিকালীন সময়ে নির্ধারণকৃত জামিন শুনানির ক্ষেত্রে ২৯ মার্চ হতে ক্রমানুসারে (দৈনিক কার্যতালিকার ক্রমানুসারে) শুনানি গ্রহণ করা হবে। ফলে আইনজীবীদের উল্লিখিত তারিখ হতে দৈনিক কার্যতালিকার ক্রমানুসারে আবেদন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এদিকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে চারটি ভার্চুয়াল কোর্টের মাধ্যমে হাজতি আসামিদের জামিন শুনানি অনুষ্ঠিত হবে। নির্ধারিত ভার্চুয়াল কোর্টের ই-মেইল অথবা ই-ফাইলিং এর মাধ্যমে আবেদন প্রেরণ করার জন্য বলেছেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এম জুলফিকার হায়াত। সোমবার (১১ মে) চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট এ এম জুলফিকার হায়াত চারটি ভার্চুয়াল কোর্টে বিন্যাস করে একটি আদেশ জারি করেন।
দেশব্যাপি করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে শারীরিক উপস্থিতি ব্যাতিরেকে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে ছুটিকালীন সময়ে (সাপ্তাহিক ছুটি ও সরকারি বর্ষপঞ্জিতে ঘোষিত ছুটি ব্যতীত) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’এবং সুপ্রিম কোর্টের বিশেষ প্রাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুধু হাজতি আসামিদের জামিন সংক্রান্ত বিষয়সমূহ শুনানির মাধ্যমে নিষ্পত্তিকরণের জন্য নির্ধারিত ভার্চুয়াল কোর্টের ই-মেইল অথবা ই-ফাইলিং এর মাধ্যমে আবেদন প্রেরণ করা যাবে।
ভার্চুয়াল কোর্ট-১ : এই কোর্টে বিচারক হিসেবে থাকবেন ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী। এই কোর্টে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তুরাগ, দক্ষিণ খান, উত্তরখান, বিমানবন্দর, গুলশান, বনানী, বাড্ডা, ভাটারা, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট থানার হাজতিদের জামিন আবেদন করা যাবে।
আবেদন করতে ইমেইল- [email protected], ই-ফাইলিং mycourt.judiciary.org.bd অথবা মোবাইল :০১৮২৪৪২৭২১৭।
ভার্চুয়াল কোর্ট-২ : এই কোর্টে বিচারক হিসেবে থাকবেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী। এই কোর্টে রমনা, শাহবাগ, কলাবাগান, ধানমন্ডি, নিউমার্কেট, হাজারিবাগ, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, কোতয়ালী, বংশাল ও সুত্রাপুর থানার হাজতি আসামিদের জামিন আবেদন করা যাবে।
আবেদন করতে ইমেইল- [email protected], ই-ফাইলিং mycourt.judiciary.org.bd অথবা মোবাইল :০১৮২৪৪২৭২১৭।
ভার্চুয়াল কোর্ট-৩ : এই কোর্টে বিচারক হিসাবে থাকবেন ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী। এই কোর্টে মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, সবুজবাগ, মুগদা, ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ওয়ারী ও গেন্ডারিয়া থানার হাজতি আসামিদের জামিনের আবেদন করা যাবে।
আবেদন করতে ইমেইল- [email protected], ই-ফাইলিং mycourt.judiciary.org.bd অথবা মোবাইল :০১৮২৪৪২৭২১৭।
ভার্চুয়াল কোর্ট-৪ : এই কোর্টে বিচারক হিসেবে থাকবেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী। এই কোর্টে তেজগাঁও, তেজগাঁও শিল্প, হাতিরঝিল, শেরেবাংলানগর, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, দারুসসালাম, শাহআলী, পল্লবী, রূপনগর, কাফরুল ও ভাষানটেক থানার হাজতি আসামিতের জামিনের আবেদন করতে পারবেন।
আবেদন করতে ইমেইল- [email protected], ই-ফাইলিং mycourt.judiciary.org.bd অথবা মোবাইল :০১৮২৪৪২৭২১৭।
জেএ/এসএইচএস/এমকেএইচ