মাস্ককাণ্ডে রিট : তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৮ মে ২০২০

এন-৯৫ মাস্ক কেলেঙ্কারির ঘটনা তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে করা রিটকারীকে সরকারের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি শুনানির জন্য করোনা পরবর্তীতে হাইকোর্টের নিয়মিত বেঞ্চে উপস্থাপনের জন্য পরামর্শ দিয়েছেন আদালত।

এ সময় আদালত আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ইতোমধ্যে যেহেতু সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে, সে তদন্ত কমিটির রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে। সেটি দেখে সিদ্ধান্ত নিতে বলেছেন আদালত।

সোমবার (১৮ মে) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। ভার্চুয়াল আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অপরদিকে রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) ই-মেইলের মাধ্যমে হাইকোর্টের বেঞ্চে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব এই রিট দায়ের করেন

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক, সিএমএসডির পরিচালক এবং জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত অথবা সন্দেহভাজন রোগীদের চিকিৎসা করার জন্য ডাক্তার-নার্স এবং অন্যান্যদের সুরক্ষার জন্য এন-৯৫ মাস্ক সরবরাহের জন্য জেএমআই গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয় সরকার। তারই প্রেক্ষাপটে জেএমআই গ্রুপ এন-৯৫ মাস্কের নামে ২০ হাজার ৬০০ মাস্ক সরবরাহ করে। পরবর্তীতে দেখা যায় যে এই মাস্কগুলো প্রকৃতপক্ষে এন-৯৫ মাস্ক নয়, সাধারণ মাস্ক সাপ্লাই দেয়া হয়েছে। যা স্বীকার করেছে জেএমআই গ্রুপ।

তবে এখন পর্যন্ত এ প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডের জন্য কোনো পদক্ষেপ নেয়া হয়েছে বলে আমাদের জানা নেই। বিষয়টি অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিধায় জেএমআই গ্রুপের বিরুদ্ধে তদন্ত কমিটি এবং এর সঙ্গে জড়িতদের শাস্তি তথা জেএমআই গ্রুপের মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাইয়ের ম্যানুফ্যাকচারিং লাইসেন্স সাসপেন্ড করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য রিটে নির্দেশনা চাওয়া হয়।

এর আগে গত ১২ মে জেএমআই গ্রুপের এন-৯৫ মাস্ক কেলেঙ্কারির ঘটনায় তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

এফএইচ/এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।