করোনায় সিলেটে আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২০ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট জেলা আইনজীবী সমিতির (বারের) সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবু সাঈদ আবদুল্লাহ চৌধুরী (৭২) মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। স্বাস্থ্যবিধি মেনে তার পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

শনিবার (২০ জুন) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, শনিবার (২০ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সিলেট শহরের শেখঘাট, ভাংঘাটিকর এলাকায় বসবাস করতেন এই আইনজীবী।

সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এর আগে করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জন আইনজীবী মারা গেছেন বলে জানা গেছে।

এফএইচ/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।