পিরোজপুরে ইউএনও অফিসে দুজনের নিয়োগ কার্যক্রমে স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৭ জুলাই ২০২০

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা ছাড়াই দুই প্রার্থীকে সরাসরি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে দেয়া নোটিশের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৭ জুলাই) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

আদালতে আজ রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জহুরুল ইসলাম মুকুল।

এর আগে গত ১৬ মার্চ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসে দুজন অফিস সহায়ক নিয়োগের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। পরে গত ৩০ মার্চের মধ্যে স্থানীয় ২৬০ জন নিয়োগ প্রার্থী নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেন। পরীক্ষার উদ্দেশ্যে তারা প্রত্যেকে ৩০০ টাকা ব্যাংকড্রাফটও করেন। ওই পরীক্ষায় রিটকারী পিরোজপুরের রামচন্দ্রপুর গ্রামের রবিউল ইসলামের ছোট ভাইও আবেদন জমা দেন।

তবে করোনা পরিস্থিতিতে ওই নিয়োগ প্রক্রিয়া কিছুদিনের জন্য থেমে ছিল। অথচ এর মধ্যেই হঠাৎ করে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই বেআইনিভাবে প্রার্থীদের মধ্য থেকে দুজনকে সরাসরি মৌখিক পরীক্ষার জন্য নাম চূড়ান্ত করে একটি নোটিশ জারি করা হয়। তাই আগ্রহী প্রার্থীদের কোনোরকম পরীক্ষার সুযোগ না দিয়ে পছন্দের দুই প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য জারিকৃত ইউএনও’র নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব ও বরিশালের জেলা প্রশাসকসহ চারজনকে বিবাদী করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত আদেশ দিলেন আজ।

এফএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।