ভার্চুয়ালে হাইকোর্টে দ্বৈত বেঞ্চ চালুর সিদ্ধান্ত ফুলকোর্ট সভায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৮ জুলাই ২০২০

আগামী সপ্তাহ থেকে হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালে দ্বৈত (ডিভিশন) বেঞ্চ চালুর সিদ্ধান্ত হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায়।

বুধবার (৮ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির ভার্চুয়াল অংশগ্রহণে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় করোনা পরিস্থিতি বিবেচনা করে ভার্চুয়ালি আদালত পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে বাই রোটেশন সব বিচারপতিকে কোর্ট পরিচালনার দায়িত্ব দেয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

লজিস্টিক সাপোর্ট সাপেক্ষে হাইকোর্টের আরও বেশ কিছু বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় সভায়। সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বৈঠকের এসব সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

এফএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।