সতর্কতামূলক তথ্য ছাড়া স্যানিটাইজার বাজারজাত না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৯ জুলাই ২০২০

হ্যান্ড স্যানিটাইজার-জীবাণুনাশক স্প্রেসহ অনুরূপ সকল দ্রব্য অত্যন্ত দাহ্য পদার্থ, এই দ্রব্যসমূহের গায়ে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করে বাজারজাত করার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে গায়ের সতর্কতামূলক নির্দেশনা না থাকলে এসব পণ্য বাজার থেকে সরিয়ে নেয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী ইশাদিয়া জামান। তিনি বলেন, এসব স্যানিটাইজার ও দ্রব্যসমূহে ব্যবহৃত উপাদান অত্যন্ত দাহ্য পদার্থ। এই দ্রব্যগুলোর গায়ে সতর্কতামূলক ব্যবস্থা লেখা থাকতে হবে।

তিনি আরও বলেন, আদালত আগামী ২ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালককে নির্দেশনা প্রদান করেছেন।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার (২৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান মিলন ও ইশাদিয়া জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত এবং সহকারী অ্যাটর্নি জেনারেল সায়েম মোহাম্মদ মুরাদ।

হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ অনুরূপ দ্রব্যে ব্যবহৃত উপাদান অত্যন্ত দাহ্য পদার্থ, এই দ্রব্যগুলোর গায়ে সতর্কতামূলক নির্দেশনা না থাকায় অজ্ঞতাবশত এসব দ্রব্য ব্যবহারে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এইরূপ দুর্ঘটনায় একজন ডাক্তার মৃত্যুবরণ করেছেন। তাই হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ অনুরূপ দ্রব্যসমূহের গায়ে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করার জন্য জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন এর পক্ষে অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান মিলন বাদী হয়ে হাইকোর্টে রিট পিটিশন করেন।

এফএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।