জমি বিক্রি করে আইনজীবীদের পাশে দাঁড়ালেন অ্যাডভোকেট বাচ্চু
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিয়মিত আদালত বন্ধ ছিল। চলছিল ভার্চুয়াল আদালত। ভার্চুয়াল আদালতে জুনিয়র আইনজীবীরা তেমন মামলা পাননি। এই পরিস্থিতিতে অনেক জুনিয়র আইনজীবীর চলাচল কষ্টকর হয়ে যায়। অনেকে অর্থনৈতিক সংকটের কারণে বাসা ভাড়াও দিতে পারেননি। কারও আবার হাত খরচের টাকাও ছিল না।
জুনিয়র আইনজীবীদের এসব কষ্ট চোখে পড়ে ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য এমারত হোসেন বাচ্চুর। তাদের সহযোগিতার জন্য তিনি বসুন্ধরায় নিজের বাসা করার জন্য কেনা জমি বিক্রি করেন ৩৫ লাখ টাকায়। এই ৩৫ লাখ টাকা তিনি বিনা সুদে ২৯৩ জন জুনিয়র আইনজীবীকে (সনদ হওয়ার ১-৫ বছর) ঋণ দেন। কাউকে ১০ হাজার আবার কাউকে ২০ থেকে ৩০ হাজার টাকা ঋণ দেন। বিনা সুদে নিজের জমি বিক্রি করে ঋণ দেয়া নিয়ে ফেসবুকে প্রশংসায় ভাসছেন যুবলীগের সাবেক এ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এমারত হোসেন বাচ্চু।
অ্যাডভোকেট ইকতান্দার বাপ্পী তার ফেসবুকে পোস্টে বলেন, একজন আইনজীবী কত বড় হৃদয়ের অধিকারী হতে পারেন তার জ্বলন্ত উদাহরণ আমাদের সবার প্রিয় বাচ্চু ভাই। করোনা বিপর্যয়ের সময় জুনিয়র আইনজীবীদের (প্রাকটিস ১ হতে ৫ বছর) পাশে থাকার জন্য পৈতৃক সম্পত্তি স্বাভাবিক সময়ে যার বাজার মূল্য ছিল ৫০ লাখের বেশি সেটা ৩৫ লাখে বিক্রি করে দিলেন!
অ্যাডভোকেট মো. সারওয়ার আলম তার ফেসবুকে পোস্ট করে বলেন, করোনার বিপর্যয়ের সময় জুনিয়র আইনজীবীদের (প্রাকটিস ১ হতে ৫ বছর) পাশে থাকার জন্য পৈতৃক সম্পত্তি স্বাভাবিক সময়ে যার বাজার মূল্য ছিল ৫০ লাখের বেশি সেটা ৩৫ লাখে বিক্রি করে দিলেন! সত্যিকারের মানবতাবাদী এবং দেশপ্রেমিক লোকগুলো একটু বেশি আবেগী হয়। মুজিব কোর্ট আপনাকেই মানায় ভাই। আশপাশের অনেক চোর এটা পরিধান করে সেই ঘেন্নায় আমিও পরিধান করতে দ্বিধাবোধ করি!
অ্যাডভোকেট মাসরাত তার ফেসবুক পোস্টে বলেন, আইন অঙ্গনের প্রিয় মুখ এমারাত হোসেন বাচ্চু তরুণ আইনজীবীদের কথা চিন্তা করে নিজের সম্পদ বিক্রি করে বিনা সুদে লোন দিয়েছেন, যা মহামারির দুঃসময় পর ফেরত নেবেন। এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আইনজীবী মো. মকিম মণ্ডল তার ফেসবুকে পোস্টে বলেন, স্যালুট হে মহানায়ক। আল্লাহু আপনাকে যোগ্য সম্মান দান করুন, আমিন। বৃহত্তর ফরিদপুরের সন্তান। আমাদের ফরিদপুরের গর্ব। একজন আইনজীবী কত বড় হৃদয়ের অধিকারী হতে পারেন তার জ্বলন্ত উদাহরণ আমাদের সবার প্রিয় বাচ্চু ভাই।
এ বিষয় এমারত হোসেন বাচ্চু জাগো নিউজকে বলেন, ২০১৫ সালে তিনজনে মিলে বাসা করার জন্য বসুন্ধরায় ৮০ লাখ টাকা দিয়ে জমি ক্রয় করি। জুনিয়র আইনজীবীদের কষ্ট দেখে এই জমি বিক্রি করার সিদ্ধান্ত নেই। জুলাই মাসে ১ কোটি ৫ লাখ টাকা জমি বিক্রি করি। আমার ভাগে ৩৫ লাখ টাকা পাই। আমি বিনা সুদে ২৯৩ জুনিয়র আইনজীবীকে এই টাকা দিয়ে দেই। ২৬ থেকে ৩১ জুলাই পর্যন্ত এই টাকা দিয়েছি, যাতে আইনজীবীরা ভালো করে ঈদ করতে পারেন। করোনা মহামারির এই সময় সমাজের সবাইকে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
জেএ/এসএইচএস/এমকেএইচ