ছেলের চিকিৎসায় আর্থিক সহায়তা চেয়ে বিচারকের আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০

নবজাতক ছেলে মো. আব্দুল্লাহর চিকিৎসা করানোর জন্য আর্থিক সহায়তা চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন মাদারীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।

শনিবার (২৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে আবেদনের তথ্য জানা যায়।

এর আগে গত ১৭ ডিসেম্বর তিনি এ আবেদনটি করেন। পরে হাইকোর্টের রেজিস্ট্রার গোলাম রব্বানী স্বাক্ষর করে এটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করেন।

আবেদনের বিষয়ে বলা হয়েছে, এ বিচারক তার বাবার চিকিৎসায় খরচ করার কারণে তিনি এখন আর্থিক সমস্যায় ভুগছেন। তাই নবজাতক ছেলে আব্দুল্লাহর চিকিৎসার জন্য আবেদন করেছেন।

jagonews24

তবে আবেদনটি কাদের প্রতি করা হয়েছে, সেটি উল্লেখ নেই।

এফএইচ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।