একইদিনে করোনায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২৬ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান (৭৮) ও শেখ ইউনুস আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল হাসান। করোনায় আক্রান্ত হয়ে একইদিন সকালে রাজধানীর আরেকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইনজীবী শেখ ইউনুস আলী।

নাজমুল হাসানের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৭ এপ্রিল তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিকেল সাড়ে ৩টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

বারিধারার ডিওএইচএস জামে মসজিদে এশার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। অ্যাডভোকেট নাজমুল হাসানের বাবা মোহাম্মদ গোলাম মাওলা জেলা ও দায়রা জজ ছিলেন।

এদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে জানান, আইনজীবী শেখ ইউনুস আলী করোনায় আক্রান্ত হয়ে রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এফএইচ/এসএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।