২৪ স্বর্ণের বার উদ্ধার: চীনা নাগরিককে ৭ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বার উদ্ধারের মামলায় ফ্যান রংগুই (৩২) নামে এক চীনা নাগরিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. জেবুন্নেছা বেগম এ রায় দেন। ফান রংগুই চীনের গুয়াংডং প্রদেশের নাগরিক। তার পাসপোর্ট নম্বর ইএ ১৭২৪৩৪৮। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউর মো. ফখরুদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, চট্টগ্রাম বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় ফান রংগুই নামে একজন চীনা নাগরিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ মে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ‘বিজি-১৪৮’ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন ফ্যান রংগুই। পরে ইমিগ্রেশন পার হওয়ার সময় কাস্টমস কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশি করেন। এসময় ব্যাগে থাকা চার্জার লাইটের ভেতর থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওই সময়ে আনুমানিক বাজার মূল্য ছিল এক কোটি ২০ লাখ টাকা।
এ ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) শাহরিয়ার হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচারকাজে নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করেন আদালত।
ইকবাল হোসেন/আরএডি/জিকেএস