বিচারপতি মানিকের ৪২টি আদেশ ও রায়ের কপি রেজিস্ট্রার অফিসে


প্রকাশিত: ০৫:৫৩ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

অবসরের পর সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর লেখা ৪২টি আদেশ ও রায়ের কপি পেয়েছে রেজিস্ট্রার অফিস। বুধবার রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত সোমবার রায় ও আদেশের ৬৫টি মামলার ফাইল জমা দেয়ার কথা সাংবাদিকদের জানিয়েছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।

এছাড়া কতটি মামলার নথি আছে জানতে চাইলে ১৬ টি মামলার রায় এবং ৭৫টির মতো আদেশ তার কাছে রয়েছে বলে জানান তিনি।

এফএইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।