সুপ্রিম কোর্ট মাজারে দুই দিনব্যাপী উরস শুরু
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুপ্রিম কোর্ট মাজারে হযরত শাহ খাজা শরফুদ্দীন চিশতী (রা.) এর স্মরণে শনি ও রোববার (৮ ও ৯ অক্টোবর) দুই দিনব্যাপী উরস শুরু হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শনিবার (৮ অক্টোবর) বাদ মাগরিব এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান।
আলোচক হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহীম, হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম কামরুল কাদের।
ওয়াজ এবং উরসের কার্যক্রম পরিচালনা করেন মাওলানা আহমাদ চৌধুরী ফুলতলী। এর পর মিলাদ, জিকির ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হবে।

সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির সদস্য সচিব অতিরিক্ত রেজিস্ট্রার মো. আবদুর রহমান জানান, দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধান বিচারপতি (অব.) সৈয়দ মাহমুদ হোসেন।
আলোচনায় থাকবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির সদস্য অ্যাপভোকেট জগলুল হায়দার আফরিক।
ওয়াজ করবেন হাফেজ মাওলানা আহমাদ রেজা ফারুকী। পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ মোশারফ হোসেন হেলালী। সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির সদস্য লে. কর্নেল (অব.) নাসির উদ্দিন আহমেদ।
এফএইচ/এমআইএইচএস/জেআইএম