আপিলে সাজা কমলো জেএমবি নেতার
সিলেটে বিচারকের ওপর বোমা হামলার ঘটনায় জেএমবির শুরা সদস্য আকতারুজ্জামানের মৃত্যুদণ্ডের সাজা কমে আমৃত্যু করাদণ্ড ঘোষণা করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার সুপ্রিমকোর্টের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
বেঞ্চর অপর সদস্যরা হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।
আদালতে জেএমবি নেতার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দেলওয়ার হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিলিরুজ্জামান।
পরে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল দিলিরুজ্জামান সাংবাদিকদের বলেন, বয়স বিবেচনায় জেএমবির এ নেতার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু সাজা দিয়েছেন আদালত।
২০০৫ সালের ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার পরবর্তী সময়ে কয়েকটি ধারাবাহিক বোমা হামলা চালায় জেএমবি। এতে বিচারক ও আইনজীবীসহ ৩০ জন নিহত হয়। আহত হয় চার শতাধিক ব্যক্তি।
এরপর সে বছরের ৩ অক্টোবরে চট্টগ্রাম, চাঁদপুর এবং লক্ষ্মীপুরের আদালতে জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে তিনজন নিহত এবং বিচারকসহ কমপক্ষে ৫০ জন আহত হন। এর কয়েকদিন পর সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামীর ওপর বোমা হামলা চালানো হয়। এ হামালায় বিচারক এবং তার গাড়িচালক গুরুতর আহত হন।
এ ঘটনায় বিচারিক আদালত ২০০৬ সালের এ আসামিকে ফাঁসির সাজা দেয়। সে রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি করে হাইকোর্ট বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আসামিপক্ষ আপিল করলে শুনানি করে আদালত তার ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু সাজা প্রদান করেন।
এফএইচ/এসএইচএস/এবিএস