গোপালগঞ্জের হিরণ ইউনিয়নের নির্বাচন আপিলে স্থগিত


প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৪ মার্চ ২০১৬

গোপালগঞ্জে কোটালিপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদের নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে চেয়ারম্যান প্রার্থী দরিয়ার পক্ষে শুনানি করেন আব্দুল বাসেত মজুমদার ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, “ওই ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান পদে দু’জন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়া হয়। পরে এ বিষয়টিকে কেন্দ্র করে মামলা হলে দেশের সর্বোচ্চ আদালত থেকে এ রকম আদেশ আসে।”

তিনি আরো বলেন, এর আগে আদালতে এ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া দরিয়ার করা আবেদনের ওপর শুনানি করে আদালত এই আদেশ দেন।

এফএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।