দুর্নীতি মামলা

পি কে হালদারের বান্ধবী অনিন্দিতা ও তার বাবার জামিন স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মানিলন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পি কে হালদারের বান্ধবী অনিন্দিতা মৃধা ও তার বাবা সুকুমার মৃধাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে রোববার (২৫ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহীমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান।

আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান। আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহাবুব।

আরও পড়ুন>>
পি কে হালদারের বান্ধবী অনিন্দিতা ও তার বাবার জামিন

আইনজীবীরা জানান, আসামিদের হাইকোর্টের দেওয়া জামিন ৩ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে ওইদিন এ বিষয়ে শুনানির জন্য রেখেছেন।

এর আগে, মানিলন্ডারিং আইনে দুদকের মামলায় অনিন্দিতা মৃধা ও সুকুমার মৃধার জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

একই সঙ্গে দুর্নীতির মামলায় বিচারিক (নিম্ন) আদালতের সাজার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা আপিল আবেদন শুনানির জন্য মঞ্জুর করেন আদালত। বিচারিক আদালতে দেওয়া অর্থদণ্ডও স্থগিত করেন উচ্চ আদালত।

গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাফর আহমেদ ও খোন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

খুরশীদ আলম খান বলেন, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুদকের করা মামলায় পি কে হালদারসহ ১৪ সহযোগীর সাজা হয়। এ মামলায় পি কে হালদারকে মোট ২২ বছর এবং অনিন্দিতা মৃধা ও সুকুমার মৃধাসহ বাকি আসামিদের ৭ বছর করে সাজা দেন আদালত। পরে গত ১১ ফেব্রুয়ারি জামিন চেয়ে আবেদন করেন অনিন্দিতা মৃধা ও সুকুমার মৃধা।

এফএইচ/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।