শীত ফ্যাশনে ওভারকোট


প্রকাশিত: ০৩:৪০ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

অন্যান্য পোশাকের মতো আজকাল শীতের পোশাকটিও হওয়া চাই ফ্যাশনেবল এবং ট্রেন্ডি। শীত পোশাকের প্রসঙ্গ এলে প্রথমেই মনে পড়ে শাল, সোয়েটার, জ্যাকেট কিংবা ব্লেজারের কথা। এখন সময় বদলেছে।  আজকাল ফ্যাশনেবল শীত পোশাক হিসেবে চলছে বিভিন্ন ধরনের ওভারকোট। মূলত এ ওভারকোট কিংবা লং কোটই এখন এই শীতে তরুণদের মনোযোগ ও আগ্রহ কেড়েছে ভীষণ।

ওভারকোট হাঁটু পর্যন্ত লম্বা আবার একটু খাটোও হয়। কোমরের কাছাকাছি থাকে বেল্ট সিস্টেম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে কিংবা নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে ব্লেজারের পাশাপাশি ওভারকোটের চাহিদা এখন তুঙ্গে। যে কোনো পোশাকের সঙ্গে মানিয়ে পরা যায় ওভারকোট। বর্তমানে বাজারে কয়েক ধরনের ওভারকোট পাওয়া যায়। সাধারণত ব্লেজার কাপড় দিয়েই এগুলো তৈরি করা হয়। তবে পাশাপাশি কটন, উলেন, সফট লেদার ইত্যাদিও ব্যবহার করা হয়। ব্লেজার কাপড়ের পাশাপাশি মিক্সড উলের স্ট্রাইপের ওভার কোটগুলোই মেয়েদের বেশি পছন্দ।

রঙের ক্ষেত্রে কালো, সাদা, চাপা সাদা, ছাই, ধূসর ছাড়াও হলদে সবুজ, লাল, গোলাপি, নীল ইত্যাদি বিভিন্ন রঙের স্ট্রাইপ বা অন্য ডার্ক রংগুলোই বেশি প্রাধান্য পায়। ওভারকোট জিন্সের সঙ্গেই বেশি মানানসই। ভেতরে একটু মোটা কাপড়ের টপস কিংবা টি-শার্ট পরলে ওভারকোটের বুকের অংশটা খোলা রেখেই পরতে পারেন। আবার চাইলে সব বোতাম আটকে দিয়ে বডির সঙ্গে ফিটিং করেও পরতে পারেন। দুটি স্টাইলই চলছে এখনকার ট্রেন্ডে। অফিসে গেলে উজ্জ্বল রঙের শার্টের সঙ্গে মানিয়ে অ্যাশ কিংবা ব্ল্যাক ওভারকোট পরতে পারেন। সাদা শার্টের সঙ্গে খাকি বা ইয়োলো কোট কিংবা মেরুন শার্টের সঙ্গে ডিপ ব্লু কোট পরা যেতে পারে। সঙ্গে পরুন মানানসই জুতা।

যেখানে পাবেন :
রাজধানীর এলিফ্যান্ট রোড, ধানমণ্ডি, গুলশান, বনানী ও উত্তরার বিভিন্ন শপিং কমপ্লেক্স ঘুরলেই পেয়ে যাবেন আপনার পছন্দের এ পোশাকটি। এবার এক্সটাসি, ক্যাটস আই, ইনফিনিটি, ওয়েস্ট্যাক্স, ট্রেন্ডস, ইয়েলো, আর্টিস্ট, রিচম্যান, ইনফিনিটি, স্মার্টেক্স, ব্যাঙ, প্লাস পয়েন্ট এবং অন্য ফ্যাশন হাউসগুলো ওভারকোটের ক্ষেত্রে বেশ বৈচিত্র্য এনেছে। সব হাউসেই বিভিন্ন রঙের ও স্টাইলের ওভারকোট পাওয়া যাবে। তাই পছন্দের পোশাকটি কিনতে হলে ঢুঁ মারতে পারেন যে কোনো হাউসে।

আর যদি রেডিমেড কিনতে না চান সে ক্ষেত্রে কাপড় কিনে নিজ পছন্দ অনুযায়ী বানিয়েও নিতে পারেন। কাপড় কিনতে পারেন পরিচিত কোনো ভালো টেইলার্স থেকে। যেমন- ভিনটেজ, ট্রপিক্যাল, লান্সে সেশন ইত্যাদি। বাজেট একটু বেশি থাকলে যেতে পারেন কোনো ব্র্যান্ডেড দোকানে। যেমন রেমন্ড, ডিক জ্যাম, ইতালিয়ান ভারসেস, অ্যালিসন ও ডরমেনি।  স্থানভেদে ১২০০-১০০০০ টাকার ভেতরেই পাবেন পছন্দের ওভারকোট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।