ম. নূরে আলম পাটওয়ারীর সাক্ষাৎকার

লেখক জীবনে অন্যতম প্রাপ্তি হচ্ছে ভালোবাসা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:১০ পিএম, ০৮ মে ২০২৫

ম. নূরে আলম পাটওয়ারী। লেখক, সম্পাদক ও সংগঠক। দীর্ঘদিন ধরে চাঁদপুরের সাহিত্যাঙ্গনে সক্রিয় আছেন। মূলত কবিতা লেখেন। ভবিষ্যতে গবেষণামূলক বই লেখার পরিকল্পনা আছে। সম্প্রতি সাহিত্যচর্চাসহ বিভিন্ন বিষয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন কবি ও কথাশিল্পী মুহাম্মদ ফরিদ হাসান

জাগো নিউজ: সাহিত্যচর্চা কীভাবে শুরু হলো?
ম. নূরে আলম পাটওয়ারী: ছোটবেলা থেকেই কবিতা পড়তে বেশ ভালো লাগতো। মাধ্যমিকের ছাত্র থাকাবস্থায় প্রচুর বই পড়তাম এবং কবিতা লিখতে চেষ্টা করতাম। বলা যায়, সেই ভালো লাগা থেকেই সাহিত্যচর্চা শুরু হয়।

বিজ্ঞাপন

জাগো নিউজ: আপনার ভেতরে কবিতা কীভাবে আসে? শব্দ কি আগে আসে, না অনুভব?
ম. নূরে আলম পাটওয়ারী: আসলে কবিতা কীভাবে আসে সুনির্দিষ্ট করে বলা অসম্ভব। অনেক সময় দেখা যায় সামাজিক বাস্তবতা, অসংগতি, অনিয়ম, হতাশা যাপিত জীবনের নানান অনুষঙ্গ ও ভালো লাগা থেকে কবিতা মাথায় এসে নাড়া দেয়। মূলত কবিতা আমার অনুভবেই আগে এসে কড়া নাড়ে।

জাগো নিউজ: আপনার প্রথম বইটি কবে আসবে?
ম. নূরে আলম পাটওয়ারী: আশা করছি, চলতি বছরের শেষদিকেই আমার প্রথম বইটি বাজারে আসবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগো নিউজ: আপনি কি মনে করেন, সাহিত্য দিয়ে সমাজে কিছু বদলানো সম্ভব?
ম. নূরে আলম পাটওয়ারী: আমি বিশ্বাস করি, সাহিত্য দিয়ে সমাজ তথা রাষ্ট্রকে বদলানোর পাশাপাশি নাড়িয়ে দেওয়া সম্ভব। বাংলা সাহিত্যে এমন অনেক লেখা আছে, যার মাধ্যমে আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে।

জাগো নিউজ: আপনি ছোটকাগজ ‘উপমা’ ও ‘আঙন’ করতেন, কাগজগুলো সম্পর্কে জানতে চাই—
ম. নূরে আলম পাটওয়ারী: বাংলাদেশের লিটল ম্যাগ আন্দোলনে চাঁদপুরের রয়েছে অন্যতম প্রধান ভূমিকা। ছোটকাগজ নিয়ে আমার অভিজ্ঞতা সুখকর নয়। ছোটকাগজ ‘উপমা’ নিয়ে আমি বেশ কিছু ভালো কাজ করেছি। যা দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছিল। ছোটকাগজ ‘আঙন’র কয়েকটি সংখ্যা প্রকাশ হয়েছে। যা ভবিষ্যতে প্রকাশের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে উপমার প্রকাশনা বন্ধ করে দিয়েছি। যা আর প্রকাশের ইচ্ছা নেই।

জাগো নিউজ: আপনার প্রিয় লেখক কারা?
ম. নূরে আলম পাটওয়ারী: আমার প্রিয় লেখকদের মধ্যে অন্যতম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, সৈয়দ ওয়ালীউল্লাহ, আহমদ ছফা, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ ও শামসুর রাহমান প্রমুখ।

জাগো নিউজ: লেখক জীবনে আপনার প্রাপ্তি এবং অর্জন সম্পর্কে জানতে চাই—
ম. নূরে আলম পাটওয়ারী: লেখক জীবনে আমার অন্যতম প্রাপ্তি হচ্ছে ভালোবাসা। আমার লেখার জন্য অসংখ্য মানুষ আমাকে ভালোবাসেন, আমি সেটি সত্যিকার অর্থেই অনুভব করি। এই ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? অর্জনের খাতায় যোগ হয়েছে বেশ কয়েকটি সম্মাননা ও পুরস্কার, যা আমাকে লিখতে তাড়িয়ে বেড়ায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগো নিউজ: বর্তমানে কী নিয়ে লিখছেন?
ম. নূরে আলম পাটওয়ারী: বর্তমানে কবিতা লিখছি এবং একটি পাণ্ডুলিপি প্রস্তুত করছি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

জাগো নিউজ: ভবিষ্যতে লেখালেখি নিয়ে কী পরিকল্পনা রয়েছে?
ম. নূরে আলম পাটওয়ারী: ভবিষ্যতে কবিতা লেখার পাশাপাশি গবেষণামূলক গ্রন্থ লেখা ও প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।