এস এম সুলতানের জন্মশতবর্ষে দোলনের ছবি আঁকা উৎসব

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৩ আগস্ট ২০২৫

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয়েছে ‘দোলন ছবি আঁকা উৎসব’। আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. মো. আজহারুল ইসলাম চঞ্চল। অতিথি হিসেবে থাকবেন কবি ও লেখক মোহন রায়হান, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. আবদুল আজিজ।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন দোলনের সম্পাদক কামাল মুস্তাফা। তিনি জানান, প্রতিযোগিতা তিন বিভাগে অনুষ্ঠিত হবে। ক বিভাগে ১ম-৩য় শ্রেণি, খ বিভাগে ৪র্থ-৬ষ্ঠ শ্রেণি এবং গ বিভাগে ৭ম-১০ম শ্রেণি।

আয়োজকরা জানান, প্রতিটি বিভাগে তিনজনকে সনদপত্র দেওয়া হবে। ছবি আঁকা প্রতিযোগিতায় কাগজ সরবরাহ করা হবে। অংশগ্রহণকারীদের রং সঙ্গে আনতে হবে।

দোলনের সম্পাদক কামাল মুস্তাফা বলেন, ‘এস এম সুলতান ছিলেন শিশু-কিশোরবান্ধব শিল্পী। তাঁর জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে ছোটদের সৃজনশীলতার প্রদর্শনীই আমাদের প্রধান উদ্দেশ্য।’

আয়োজকদের প্রত্যাশা, শিল্পপ্রেমী অভিভাবক ও দর্শনার্থীদের উপস্থিতিতে শিশু-কিশোরদের এ উৎসব হয়ে উঠবে আনন্দমুখর ও প্রাণবন্ত।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।