ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড পেলেন রাসেদ শিকদার

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৭ জুলাই ২০২৫
পুরস্কার নিচ্ছেন রাসেদ শিকদার, ছবি: সংগৃহীত

এবার ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ পেলেন বাংলার মিস্টার বিন খ্যাত জাদুশিল্পী ও লেখক রাসেদ শিকদার। ২৫ জুলাই রাতে রাজধানীর পর্যটন কর্পোরেশন অডিটোরিয়ামে ৪র্থ ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এর আয়োজন করা হয়।

রাসেদ শিকদারের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ এবং ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রুহিত সুমন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম মো. কামরুল ইসলাম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, ডন বসকো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লস্কর নাহার, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, টিআইবির সদস্য জাহিদ আহমেদ, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ভাইস প্রেসিডেন্ট আব্দুল নূর।

আরও পড়ুন

রাসেদ শিকদার বলেন, ‘অ্যাওয়ার্ড পেয়ে আমি আনন্দিত, গর্বিত এবং কৃতজ্ঞ। এ সম্মান শুধু শিল্পীসত্তার বিশাল প্রাপ্তি নয় বরং আমার দীর্ঘদিনের সাধনা, পরিশ্রম এবং ভালোবাসার অনন্য স্বীকৃতি। এ পুরস্কার আমাকে নতুন করে অনুপ্রেরণা দিচ্ছে।’

রাসেদ শিকদারের জন্মস্থান পাবনা। সেখানেই তার বেড়ে ওঠা। লিখেছেন আত্মোন্নয়নমূলক ও অনুপ্রেরণামূলক বই। তার প্রথম বই ‘দ্য পাসওয়ার্ড অব সাকসেস’ প্রকাশিত হয় ২০২৪ সালের বইমেলায়। দ্বিতীয় বই ‘ফান ফিয়েস্তা’ প্রকাশিত হয় চলতি বছরের অমর একুশে বইমেলায়।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।