সিবগাতুর রহমানের কবিতা: অযথা হুংকার

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৫

গহীন বনের ব্যাঘ্র মশাই
হৃষ্টপুষ্ট দেহ,
দেখলে তার হিংস্র বদন
ভয় পায় যে-কেহ।

সিংহ মশাই বনের রাজা
এটা সবাই জানে,
ব্যাঘ্র এসব ধার ধারে না
অহংকারের টানে।

লতা-পাতা খায় না ব্যাঘ্র
আদতে মাংসাশী,
নিরীহ প্রাণী না জুটলেই
হয়ে ওঠে আগ্রাসী।

একবার সে সারাবেলায়
ঘুরে ফিরে বনে,
নিরীহ প্রাণ পায় না খুঁজে
টান পড়ে ভোজনে।

ব্যাঘ্র অনেক খুঁজে ফিরে
পায় না খাদ্যকণা,
সইতে নারি ক্ষুধার জ্বালা
ঘাস খায় আনমনা।

তাই না দেখে বানরছানা
তিড়িংবিড়িং নাচে,
ভেংচি কেটে বলে এবার
‌‘বলবো সবার কাছে’।

ব্যাঘ্র যখন শিকার খোঁজে
বনের মাঝে ঘুরে,
প্রাণের ভয়ে লুকায় সবে
বানর গায় বেসুরে।

বিড়াল শ্রেণির ব্যাঘ্র ভয়ে
করে না আর হানা,
এই সুযোগে বাঘের ঘাড়ে
নাচে বানরছানা।

হিংস্র দানব ব্যাঘ্র এখন
পড়েছে দোটানায়,
বানরছানার আস্ফালন
কেমনে রোখা যায়।

শৌর্যে বীর্যে সিংহ রাজা
জানবে যখন শেষে,
ধুলায় মিশবে গর্জন সব
কাঁদবে অবশেষে।

থাকবে না আজীবন এই
মিথ্যে অহংকার‌,
বলছি তাই দিয়ো না আর
অযথা হুংকার।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।