তোমাকে খুঁজি এবং অন্যান্য কবিতা

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২

তোমাকে খুঁজি

তোমাকে খুঁজি ফিঙে-ওড়ার মাঠে
সিঁদুর-রাঙা মেঘে
আকাশ-ভরা নীল সাগরে
তাল বাগানের ফাঁকে।

বিজ্ঞাপন

তোমাকে খুঁজি কার্তিকের ওই
ফসল হাওয়া মাঠে
কাশফুলের ডুবোচরের
ঝিরি চলার পথে।

একলা ভেবে সময় কাটে তাই
তোমার ভেবে ভেবে
ঝরনা নদী পাহাড় বন
অলস দেখে দেখে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

আমরা আমরাই

আমি তোমারটা দেখি
তুমি আমারটা
আমি চুলকিয়ে দিই
তুমি আমাকে দাও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমরা তো আমরাই, তাই না?

****

জোনাকি

বিজ্ঞাপন

রাতের জোনাকি ছুটে চলেছে আলো জ্বেলে।
জোনাকি, তোমার রূপে সমুদ্রের ঢেউয়ের দোলা
রূপের আর অন্তরের সৌন্দর্যের আধার।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

জোনাকি, তোমার জাদুকরা রূপের ঝলক
দেখতেই থাকবো
তাতে, তোমার রূপের খামতি হবে?
না আমি দাগি-আসামি হব?

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।