চিতাভস্মের সমাধিসৌধ এবং ঘুমহীন রাত্রি

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২

আনিস ফারদীন

চিতাভস্মের সমাধিসৌধ

ক্রমশ ধেয়ে আসে অপরাহ্ণ কাল, অযাচিত প্ররোচনায়
ধূলির অতল গহ্বরে লুটিয়ে পড়ে
আন্দোলিত সবুজ—
জানালা কপাটহীন রাত্রি-দিনে পদ্ম পাতার জলের মতো
নিশ্চিহ্ন হতে থাকি আমি আর-ভালোবাসার কোমল সাদাভ রজনীগন্ধা।

স্বপ্ন দগ্ধ হয় ভোরের পাখি, গোগ্রাসে গিলে নেয়
দশ দিগন্তের সব স্বপ্ন,
ধূলিস্মাৎ হয়ে যায় আকার-নিরাকার ইচ্ছেরা;
আটকে পড়ে সব কিছু গোলাকার মার্বেলের মতো কঠিন স্বচ্ছ কাঠিন্য যাতনায়।

ভুলের মাস্তুলে বন্দি মাতানো রোদ্দুর
অকস্মাৎ বেড়ে যায় দীর্ঘশ্বাস-অবাঞ্ছিত হয়ে উঠে রাজ্যের অভিমান—
পাঁজরের হাঁড় ভেঙে যায় ইচ্ছায়, অনিচ্ছায়
অন্ধকার অরণ্যে ভাসতে থাকে চুপচাপ।

ধুলোয় লুটিয়ে পড়ে তোমায় দেওয়া রক্তাভ গোলাপের পাপড়ি
আনাড়ি সাজে ভালোবাসারা, অন্তরের নৈশব্দে হারিয়ে যায়;
বেড়ে যায় যতসব কোলাহল—
কিঞ্চিৎ অবহেলায় রোরুদ্যমান হয় পৃথিবী, এ যেন নরক সুন্দর চিতাভস্মের সমাধিসৌধ।

****

ঘুমহীন রাত্রি

ঘুমহীন রাত্রির দখলে অযাচিত সময়
এলোমেলো যন্ত্রণায় অমোঘ এক দহন
নৈরাশ্য জীবনে এ অস্ফুট এক আলাপন।

ভয়াল কালো হয়ে ওঠে নিমিষে আপন
উনুনের তাপে সিদ্ধ হয় মজ্জা মগজ
সুস্থির জীবন আঁধারিতে ঢাকে আনমন।

খেয়ালের চ্যুতিতে ভিমরি খায় যত আহ্লাদ
স্মৃতির ডায়েরির পাতা অতীত পানে ছুটে
সামনে এসে যায় অনিচ্ছার স্মৃতিরা ক্রমশ।

অপলক আলাপনে কত কিছু মনে মনে
নেশার তুবড়ি ছোটে অনিচ্ছায় সারাক্ষণ
ঘুমহীন রাত্রি একা করে দিয়ে যায় ভীষণ।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।