জেমকন সাহিত্য পুরস্কার পেলেন ৩ জন

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩

জেমকন সাহিত্য পুরস্কার ২০২২ পেলেন ৩ কবি-সাহিত্যিক। ৫ জানুয়ারি দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

এ বছর ‘স্তব্ধতা যারা শিখে গেছে’ কাব্যগ্রন্থের জন্য পেলেন কামাল চৌধুরী। তিনি পেয়েছেন ৫ লাখ টাকার চেক।

তরুণ শ্রেণিতে ‘ঘুমিয়ে থাকা বাড়ি’ পাণ্ডুলিপির জন্য জেমকন তরুণ কবিতা পুরস্কার পেয়েছেন সাকিব মাহমুদ, ‘সোনার নাও পবনের বৈঠা’ উপন্যাসের জন্য তরুণ কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন সাজিদুল ইসলাম। তারা পেয়েছেন ১ লাখ টাকা করে।

পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে বক্তব্য দেন সংসদ সদস্য ও জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি জয় গোস্বামী, বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ ও সম্পাদক জুলফিকার রাসেল উপস্থিত ছিলেন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।