নারী এবং অন্য কবিতা

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ০৮:০৪ এএম, ২৯ জানুয়ারি ২০২৩

নারী

উত্তপ্ত দুপুরে নারী পান্না ঢেউ—
আমাদের চোখ দেখে
শুধুই রক্তমাংস।

অথচ নারী ফেরেন দৃঢ়ভাবেই
প্রতিটি পদক্ষেপে।

সভ্যতার প্রতি ইঞ্চিতে নারী—
আমি মনের মধ্যে ঢুকে যেতে চাই
মনের পাপ নেই, আফসোস থাকে না।

****

আটবার টাইমজোন পেরিয়েও তোমাকে দেখি

তোমার চোখে দেখি ট্রান্সসাইবেরিয়ান রেলপথ
সাগর হ্রদ বরফ পেরিয়ে
তুষারের পর তুষার
সূর্যস্নাত বিস্তীর্ণ তৃণভূমি, উরাল পর্বত
দি গোবি, দি বৈকাল, দি ইয়েনিসেই...

কত নন্দন কত ঝড় কত পাহাড়-বন কত জল
কী নেই তোমার পাশে!
প্রায় দশ হাজার কিলোমিটার দিয়েছ জুড়ে
একটি হৃদয়ে
এশিয়া আর ইউরোপ।

আটবার টাইমজোন পেরোনোর কষ্ট আর ক্লান্তি
মুছে পৌঁছায় তোমার কাছেই
আমি আর তুমি
মধ্যখানে ট্রান্সসাইবেরিয়ান রেলপথ—
বেঁধে দিয়েছে আত্মিক বন্ধন।

****

মাতৃভূমি

রামু গেয়ে উঠুক
ঢাকেশ্বরী নেচে উঠুক
বাগেরহাট করুক মোনাজাত।
দোয়েল নেচে যাক অবিরত
কাঁঠালের গায়ে—
অর্কেস্ট্রা হোক মাতৃভূমি।

আমার কবিতারা উৎসব করুক সাভারে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।