সলিল মজুমদারের কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪

১.
জল যেন ছুরি
এই হিমেল রাতে
হন্যে হয়ে খোঁজে হাত
অন্য হাতের
জমানো ওম।

২.
তোমার পিঠ-ধনুক হতে
তীর ছোড়া জগৎ খ্যাত
কোনো তীরন্দাজ নই আমি।
আমি একলব্য।

৩.
তুমি যা
তা-ই ভালোবাসি।
অহেতুক চিত্রাঙ্গদার ন্যায়
মদন দেবের ব্রত করো না।

৪.
সূতপুত্র কর্ণ নই
যে তোমার স্বয়ংবর সভা হতে
শূন্য হাতে ফিরবো...

৫.
তোমার নামেই লীন হয়ে যাবো...

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।