শায়লা জাবীনের ৩ কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:২২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪

পণ

প্রতিজ্ঞা করে মানব
প্রতিশ্রুতি ভাঙার জন্য
জীবনভর তাই দেখেছি
শিখতে পারিনি এখনো

এইবার ভাবছি শিখবো
শক্তপোক্ত মন
তাম্র শিলালিপি
ললাটের বিধান
তুমি ঠিকঠাক দেখে নিও
ভাঙবো ধনুর্ভঙ্গ পণ

প্রাচীন কাল থেকে আজ অবধি
প্রস্তরখণ্ড হতে মুঠোফোন সুনামি
যা কিছু কুড়িয়েছি
সব তোমার ই,
উড়িয়েছি, হারিয়েছি...
ফিরেও পেয়েছি।

শুধু প্রতিশ্রুতি ফিরে আসেনি
আকস্মিক আগ্নেয়গিরির লার্ভার মতো
ছড়িয়ে যেতে দেখেছি
তরল তপ্ততায় অবজ্ঞায় কঠোরতায়
তবু শিখতে পারেনি কিছুই!

এইবার ভাবছি শিখবো
ইস্পাতসম মন
তপ্ত রবির কিরণ
ভাঙবো আমি পণ
তুমি ঠিকঠাক দেখে নিও
বেঁধেছি সব ক্ষণ।।

দিশেহারা

এপাশের কষ্টটা আমি জানি
তাই ওপাশের কষ্টটাও ইঞ্চি দিয়ে মাপি
ছেড়া দিন বোবা রাত আর কুয়ায় ফেলা রশি...
ভার টেনে চলা ঠেলাগাড়ির চালকের এক চিলতে হাসি,
স্মৃতির লড়াই নাকি ভীষণ রাগ
অনুরাগ, অভিমান অথবা প্রেমালাম
যোজন দূর, নিরুদ্দেশ আর দীর্ঘশ্বাস এর বেড়াজালে
পারলে কি ছুঁয়ে যেতে সেই দিন....
যেদিন গোধূলি বেলাও সুনীল
পায়ের চিহ্ন অমলিন
মন আর মগজের গরমিল....
শিউলি ফুলের মালা আর
তোমার চোখের তারা
সব সময়েই মন ব্যাকুল
দুজনেই দিশেহারা!

বিরক্তিকর

সাত সকালে ঘুম ভেঙে যায় ছুটির দিনে বিরক্তিকর
চা ফুটাতে তে গিয়ে দেখি কেটলি উধাও বিরক্তিকর
সপ্তাহমাঝে বেঘোর ঘুমে অফিস লেট বিরক্তিকর
ট্রেনের জন্য অপেক্ষায় ট্রেন আসে না বিরক্তিকর

বিরক্তিকর....বিরক্তিকর..
দিন দুনিয়ার সবকিছুই যে বিরক্তিকর

তুমি শুধু আমার সাথেই ঝগড়া করো বিরক্তিকর
অন্য বেলায় দ্বিতল হেসে মাস্তি মারো বিরক্তিকর
আমি অনেক অলস কোন কাজ পারি না বিরক্তিকর
তুমি গুনের কৌটা গুনে শেষ হবে না বিরক্তিকর

বিরক্তিকর....বিরক্তিকর..
দিন দুনিয়ার সবকিছুই যে বিরক্তিকর

সন্ধ্যাবেলা হাঁটতে নিলে মশার কামড় বিরক্তিকর
ব্যাডমিন্টন খেলতে নিলেই তার ছিঁড়ে যায় বিরক্তিকর
খোসা ছাড়িয়ে মুখে নিলাম নষ্ট বাদাম বিরক্তিকর
ছক্কা হেকে ক্রিকেট বল লাপাত্তা বিরক্তিকর

বিরক্তিকর....বিরক্তিকর..
দিন দুনিয়ার সবকিছুই যে বিরক্তিকর

তোমরা শুধু গুনতে থাকো ক্রাশের সংখ্যা বিরক্তিকর
সের দরে বিকোয় প্রেম মেসেঞ্জারে বিরক্তিকর
ভালো লাগা এখন শুধু ঝকঝকে ফ্ল্যাট বিরক্তিকর
সত্যিকারের ভালোবাসা ডুব দিয়েছে হৃদয় মাঝে

বিরক্তিকর....বিরক্তিকর...
দিন দুনিয়ার সবকিছুই যে বিরক্তিকর

সব দেখিয়া কোনদিকে আর মন বসে না বিরক্তিকর
তন্ত্র মন্ত্র ঝাড় ফুঁকে বলছি কাজ হবে না বিরক্তিকর
গালে হাত রেখে দিব্যি ঝিমাই দিন বিরক্তিকর
আমার কোন কিছুই তোমার ভাল্লাগেনা বিরক্তিকর

বিরক্তিকর....বিরক্তিকর..
দিন দুনিয়ার সবকিছুই যে বিরক্তিকর

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।