জারিসম্রাটের জন্মজয়ন্তীতে মোসলেম মেলা


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১৩ নভেম্বর ২০১৬

জারিসম্রাট চারণকবি মোসলেম উদ্দিনের ১১৩তম জন্মজয়ন্তী ও পূর্ণিমা তিথি উপলক্ষে দুই দিনব্যাপী ‘মোসলেম মেলা’র আয়োজন করা হয়েছে।

রোববার ও সোমবার নড়াইল সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামে শিল্পীর বাড়িতে এ আয়োজন করা হয়েছে।

জারিসম্রাট মোসলেম স্মৃতি পরিষদের উদ্যোগে শোভাযাত্রা, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া-মাহফিল, লাঠিখেলা, মোসলেম গীতি প্রতিযোগিতা, জারি গান এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে।

আজ রোববার বিকেল ৩টায় মেলা উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আয়োজক সূত্রে জানা যায়, বাংলাদেশে জারিগানকে লোকসাহিত্যের অঙ্গনে মোসলেমই নিয়ে আসেন। জারিগানের পাশাপাশি কবিগান, ভাবুক গান এমনকি ঝুমুর যাত্রাগানের অদ্বিতীয় প্রবাদপুরুষ জারিসম্রাট মোসলেম উদ্দিন।

তিনি ২০টি জারিগানের পালা কাহিনি, প্রশ্ন জবাব, ব্যঙ্গ কিংবা উপদেশ, ধুয়া গান, ভজন, বিচ্ছেদ, ভাব, ভাটিয়ালি, অষ্টক, কীর্তন, হালুই, সারি, হামদ, নাতে রাসুল, খাজার গান, দেশাত্মবোধক, শ্লেষাত্মক, কৃষির গান বিষয়ে দেড় হাজারের বেশি সংগীত রচনা করেছেন।

১৯৬৯ সালে চারণকবি মোসলেম উদ্দীন জারিসম্রাট উপাধি, ১৯৭৬ সালে ফররুখ আহমদ সাহিত্য স্বর্ণপদক (গীতি কবিতায়) সহ অসংখ্য পুরস্কার লাভ করেন।

মরমি এই কবি ১৯০৪ সালের ২৪ এপ্রিল নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯০ সালের ১৯ আগস্ট মৃত্যুবরণ করেন।

জারিসম্রাটের ছেলে জারিশিল্পী রওশন আলী জানান, তার বাবা মোসলেমের জীবদ্দশায় ১৯২৯ সাল থেকে প্রতি বছর কার্তিকের পূর্ণিমা তিথিতে এই উৎসবের আয়োজন করা হয়।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।