কবি রাসেল রায়হানের জীবনানন্দ দাশ পুরস্কার গ্রহণ


প্রকাশিত: ০৬:২৮ এএম, ১০ জানুয়ারি ২০১৭

তরুণ কবি রাসেল রায়হান ‘বিব্রত ময়ূর’ কাব্যগ্রন্থের পাণ্ডুলিপির জন্য ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার-১৪২২’ গ্রহণ করেছেন। গতকাল সোমবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে এই পুরস্কার প্রদান করা হয়। রাসেল রায়হান এই পুরস্কারের প্রথম বিজয়ী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। বক্তব্য রাখেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। পুরস্কার হিসেবে রাসেল রায়হানের হাতে ২৫ হাজার টাকার চেক ও সনদ তুলে দেন ‘আ পোয়েট অ্যাপার্ট’র অনুবাদক কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন।

ফয়জুল লতিফ চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কারের জন্য তরুণ কবিদের মধ্যে যে আকুতি তৈরি হয়েছে, দিনে দিনে তা আরও শাণিত হবে।’

অনুভূতি জানাতে কবি রাসেল রায়হান বলেন, ‘পুরস্কার পেলে সামান্য আলো আসে। কিন্তু তার চেয়ে ভালো লেখার চাপ তৈরি হয়।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ। অনুষ্ঠানে রাসেল রায়হানের মা-বাবা-স্ত্রীসহ কাছের স্বজন ও সুহৃদরা উপস্থিত ছিলেন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।