বাংলা একাডেমিতে তিন দিনের হে ফেস্টিভ্যাল শুরু

‘মনের বাধাকে অতিক্রম করে ভিন্নভাবে গল্প বলি’- এই স্লোগানে বাংলা একাডেমিতে শুরু হয়েছে ‘হে ফেস্টিভ্যাল ঢাকা’ ১৪।
হে ফেস্টিভ্যাল অব লিটারেচার এন্ড দ্য আর্টস আয়োজিত বৃহস্পতিবার সকালে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নরওয়ের লেখক উইলিয়াম ডালরাম, পেন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট কবি ও প্রাবিন্ধক জন রালস্টন সোল, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং পয়েট্রি স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মিমি কালভাটি।
ফেস্টিভ্যালের পরিচালক তাহমিনা আনাম উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ফেস্টিভ্যালের পরিচালক সাদাফ সায সিদ্দিকি।
সৈয়দ শামসুল হক বলেন, ‘আমরা প্রতিনিয়ত ধর্মান্ধতা ও বৈরী পরিবেশের সঙ্গে সংগ্রাম করে বাস করি। এ সব অপকর্ম আমাদের প্রতিনিয়ত প্রগতিশীল কাজে বাধা সৃষ্টি করে। এ সব উৎসব আয়োজনের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের অভিজ্ঞতাকে আহরণ করে নতুন পথ আবিষ্কারের কথা ভাবতে পারি।’
বাংলা একাডেমি সম্পর্কে তিনি বলেন, ‘বাংলা একাডেমির কাজ শুধু ভাষা ও বুদ্ধিভিত্তিক চর্চা করা নয়, বিদেশের সঙ্গে এ দেশের সাহিত্যে ও সংস্কৃতির আদান প্রদান করাও। আমি মনে করি এই বিবেচনায় একাডেমি এই উৎসবের সঙ্গে একত্রিত হয়েছে।’
পেন ইন্টারন্যাশনাল’র প্রেসিডেন্ট কবি ও প্রাবন্ধিক জন রালস্টন সোল বলেন, ‘বিশ্বায়ন ও আন্তর্জাতিকীকরণ নামে বিশ্বে যা কিছু বিবেচিত হচ্ছে, আমি মনে করি এটা ঠিক নয়। কারণ একেকটি রাষ্ট্রে একেক ধরনের রাজনীতি সমাজনীতি তথা সংস্কৃতি বিরাজ করে। সেখানে বিশ্বায়নের নামে কোনো কিছু চাপিয়ে দিলে অন্য রাষ্ট্রের চিন্তার বিপরীতে অবস্থান নেয়।’