সুকান্ত পার্থিবের তিনটি কবিতা


প্রকাশিত: ০৬:৫২ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

অবচেতন

উত্তাল সাগরে বেওয়ারিশ ভাসতে ভাসতে
ফাঁদের জালে আটকা জীবন যন্ত্রণা মেটাতে
দেবদারু গাছের সাথে লম্বা পেরেক
ঢুকিয়ে কফিনে মুড়িয়ে দিয়েছি
জীবনের সাথে অসহ্য যাপনের শেষ অশ্রুবিন্দু!

রক্তমাখা আকাশ

সীমান্তবর্তী অভাগা মানুষ আমি!
নিষ্পলক চেয়ে শুধু দেখি বিপন্ন মানবিকতায়
সুসজ্জিত অস্ত্রের মহড়া। চেয়ে দেখি নির্বিঘ্নে
লেফট-রাইট লেফট-রাইট ধ্বনিতে ধেয়ে আসছে
মেশিনগানের নলের অবাধ...।

পূবের রক্তমাখা আকাশ দেখার আগেই
কাঁটাতারে ঝুলে থাকে ছিন্ন দেহ।
ভাগ হয়ে যাওয়া ব্রহ্মপুত্রের জলে
ভেসে ওঠে অচেনা মুখের মিছিল!

গণধর্ষণ

পৃথিবীর বুক চিরে ধর্ষিতা বোনের দেহ
স্বীকৃতি পায় নাইলেন সুতার বাঁধনে।
ঈশ্বরের গ্রন্থের ধর্ম-জাত-বর্ণ-গোত্র সামাজিক
বৈধতা পায় সন্তানের সামনে মায়ের বস্ত্রহরণে!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।