কৃত্তিকা ত্রিপুরার ধর্ষক খুনিদের শাস্তির দাবি
খাগড়াছড়ি দীঘিনালা নয়মাইল ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী কৃত্তিকা ত্রিপুরার আত্মার শান্তি কামনায় ও ধর্ষক খুনিদের শাস্তির দাবিতে গণবিশ্ববিদ্যালয়ে প্রদীপ প্রজ্বলন এবং মৌন প্রতিবাদ করেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
বুধবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিডিয়া চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রজ্বলিত মোম হাতে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে মিডিয়া চত্বরে গিয়ে মৌন প্রতিবাদ সভা হয়।
বক্তারা কৃত্তিকা ত্রিপুরাসহ এ যাবত ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা আইন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। যাতে আর কোনো ব্যক্তি ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ না করে।
এ সময় উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মো. জুয়েল রানা, ক্রীড়া সম্পাদক মাহতাবুর রহমান সবুজ, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, বিগত ২৮ জুলাই খাগড়াছড়ি দীঘিনালা নয়মাইল ত্রিপুরা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়।
জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি