নোবিপ্রবি শিক্ষক সমিতির কর্মবিরতি স্থগিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পূর্বঘোঘিত অনির্দিষ্টকালের শিক্ষক সমিতির কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
বুধবার বিকেলে শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মো. মহসিন ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠকের প্রেক্ষিতে প্রশাসন কর্তৃক প্রদত্ত সন্তোষজনক নিশ্চয়তাকে আস্থার সঙ্গে দেখে এবং সুনির্দিষ্ট অগ্রগতি পর্যালোচনার পর এবং সাধারণ শিক্ষার্থীদের একাডেমি জীবনের কথা বিবেচনায় নিয়ে নোবিপ্রবি শিক্ষক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।
আশার আলো এই যে, প্রশাসন দ্রুত সমস্যার সমাধান এনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে বলে এ আশাবাদ ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমএএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভারতীয় হাইকমিশনারকে ফেরত পাঠানোর দাবিতে ঢাবিতে বিক্ষোভ
- ২ প্রচারণার ৩ দিনেও ব্যালট নম্বর প্রকাশ হয়নি, ক্ষোভ প্রার্থীদের
- ৩ ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির দোয়া মাহফিল
- ৪ জাবিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ৫ ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এ দেশকে পিছিয়ে নেবে: ধর্ম উপদেষ্টা