মেরিন ড্রাইভে হেঁটে বন্যপ্রাণী সুরক্ষার বার্তা

বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে প্রাণী সুরক্ষার বার্তা পৌঁছে দিতে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার মেরিন ড্রাইভে ৮০ কিলোমিটার পরিভ্রমণ করেছেন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
তারা হলেন-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাসফিকুল হাসান টনি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিশ্বনাথ ভৌমিক।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গত ২ অক্টোবর কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত থেকে পরিভ্রমণ শুরু করেন তারা। প্রথম দিন প্রায় ৪৮ কিলোমিটার পথ অতিক্রম করার পর দ্বিতীয় দিন ৩২ কিলোমিটার পথ অতিক্রম করেই তারা লক্ষ্যে পৌঁছে যান (সাবরাং বেড়িবাঁধ)।
পরিভ্রমণটির মূল স্লোগান ছিল-‘বন্য প্রাণী হত্যা বন্ধ করুন, পরিবেশের ভারসাম্য বজায় রাখুন।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিভ্রমণটি সম্পর্কে জানতে চাইলে দলনেতা মাসফিকুল হাসান টনি বলেন, ‘পরিভ্রমণটা আমার কাছে বেশ ভিন্ন ধরনের এবং সবচেয়ে চমৎকার ভ্রমণমাধ্যম মনে হয়েছে। যদি মেরিন ড্রাইভের কথা বলি, সেখানে পর্যটকরা নির্দিষ্ট কিছু পয়েন্টে সময় কাটান। অনেক সি বিচের নাম পর্যন্ত জানেন না। তবে আমরা যেমন পুরো জায়গাটা সময় নিয়ে দেখেছি, তেমনি উপভোগ করেছি এবং স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করে তাদের সংস্কৃতি, আয়ের উৎসসহ তাদের অনেক অভিজ্ঞতা সম্পর্কে জেনেছি। এই পাওয়াগুলো সাধারণ ট্যুর বা ভ্রমণে সম্ভব নয়।’
বিজ্ঞাপন
তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে আলাপ করে জেনেছি, এখানে কেউ বণ্যপ্রাণী শিকার করে না। তবে দেশের বিভিন্ন অঞ্চলে শিকার করা হয়। তাদের প্রতি অনুরোধ, এভাবে বন্যপ্রাণী নিধন করে পরিবেশকে হুমকির মুখে ঠেলে দেবেন না।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাসফিকুল বলেন, আমরা ক্রস কান্ট্রি (বাংলাবান্ধা টু টেকনাফ) পরিভ্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করছি।
এসআর/জেআইএম
বিজ্ঞাপন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড, আন্দোলনকারী-পুলিশ হাতাহাতি
- ২ ইতিহাসের সাক্ষী হয়ে ‘জীর্ণদশায়’ দাঁড়িয়ে সলিমুল্লাহ মুসলিম হল
- ৩ শহীদ-আহত পরিবারের সদস্যদের ভর্তিতে বিশেষ সুবিধা দেওয়া হবে
- ৪ দায়িত্ব অবহেলায় জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি
- ৫ জবি শিক্ষকের নামে অপপ্রচার, প্রক্টর অফিস ও সাদা দলের প্রতিবাদ