ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে ঘর থেকে স্বেচ্ছাসেবক দল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৯ এপ্রিল ২০২৫

নাটোরের বড়াইগ্রামে আয়নাল হোসেন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নোটাবাড়িয়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত আয়নাল নোটাবাড়িয়া চার নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও একই গ্রামের মৃত আব্দুলের জলিল আলীর ছেলে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাঝগ্রাম ইউনিয়ানের পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল অলিম বলেন, আয়নাল হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই সন্তান রয়েছে। তারা সবাই নানার বাড়িতে থাকে। বুধবার সন্ধ্যায় এলাকায় দেখা যায় আয়নাল হোসেনকে। তিনি নোটাবাড়িয়া চার নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন এবং বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতেন। শনিবার সকালে বাড়ির পাশের লোকজর পচা গন্ধ পান।

ওই গ্রামের সাইফুল ইসলাম জানান, বাড়ির ভেতরে ঢুকে ঘরের দরজা খোলা দেখেন। মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, লিটন হোসেনের বাড়ির ফটক ও দরজা খোলা ছিল। মরদেহ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/এমএন/এমএস