৭ মাস ধরে ট্রেজারার শূন্য ইবি : দাফতরিক কাজে স্থবিরতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি দীর্ঘ ৭ মাস ধরে শূন্য থাকায় দাফতরিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে। ট্রেজারার না থাকায় যে কাজ আগে এক সপ্তাহে শেষ হতো তা এখন শেষ হতে ১৫-২০ দিন সময় লাগছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থ সংক্রান্ত সকল কাজ ট্রেজারারের হাত দিয়ে সম্পন্ন হওয়ার কথা থাকলেও ট্রেজারার না থাকায় ভিসিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেটি দেখভাল করতে হচ্ছে। এতে প্রশাসনিক কাজেও জটিলতা সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেনের বিরুদ্ধে নারী কেলেংকারি, অফিস ফাঁকি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় গত বছরের নভেম্বর মাসে সরকারের পক্ষ থেকে এক ফ্যাক্স বার্তা পাঠিয়ে ওই পদ থেকে তাকে বরখাস্ত করা হয়। সেই থেকে আজ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য রয়েছে।
পদটি শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের অর্থ সংক্রান্ত সকল কাজে স্থবিরতা দেখা দিয়েছে। এছাড়া ওই অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারীরাও অলস সময় পার করছে।
এদিকে, দীর্ঘদিন গুরুত্বপূর্ণ এ পদটি ফাঁকা থাকায় অর্থ সংক্রান্ত কাজে অস্পষ্টতা দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ভিসি অফিসে এমনিতেই ফাইলের স্তুপ পড়ে থাকে। এছাড়া বর্তমানে ট্রেজারার না থাকায় অর্থ সংক্রান্ত সকল ফাইল ভিসি স্যারকে দেখতে হচ্ছে। এতে অনেক সময় সব ফাইল সঠিকভাবে দেখা সম্ভব হচ্ছে না। যার কারণে অনেক অস্পষ্টতা সৃষ্টি হচ্ছে।’
এদিকে ট্রেজারার পদ ফাঁকা থাকায় দিন দিন ফাইল সংক্রান্ত জটিলতা বৃদ্ধি পাচ্ছে। অর্থ সংক্রান্ত সকল কাজে স্থবিরতা নেমে এসেছে।
এ বিষয়ে অর্থ ও হিসাব শাখার এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, নিয়ম অনুযায়ী অগ্রিম ১০ হাজার ও অনুমোদিত ২৫ হাজার টাকার আর্থিক লেনদেন সংক্রান্ত নথি ট্রেজারারের পর্যন্ত যায়। তিনিই এগুলোর দেখভাল করে থাকেন। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত দেন। আর্থিক পরিমাণ বেশি হলে সেটি অনুমোদনের জন্য ভিসি অফিসে যায়। অথচ ট্রেজারার পদ শূন্য থাকায় কম আর্থিক মূল্যমান সংক্রান্ত ফাইলের কাজগুলোও ভিসিকে তত্ত্বাবধান করতে হচ্ছে।’
ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার জাগো নিউজকে বলেন, `ট্রেজারারের বিষয়টি আমি মন্ত্রণালয়ে জানিয়েছি। বিষয়টি দেখা হচ্ছে বলে আমাকে তারা জানিয়েছে।’
এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ২ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৩ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী
- ৪ মাগুরায় বেড়েছে শীতের তীব্রতা, ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- ৫ বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা